বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার ডাউন
বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার ডাউন হয়ে আছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।
আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে সমস্যা পড়তে হয়েছে বলে তাদের অভিযোগ।
তবে, ডাউনডিটেক্টর ওয়েবসাইটের কাছে বিশ্বের কোথাও আজ ফেসবুক বা মেসেঞ্জার ডাউন থাকার তথ্য নেই। স্থানীয়ভাবে এই সমস্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনে যোগাযোগ করা হলেও, কারো মন্তব্য পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে ফেসবুকের এক মুখপাত্র দ্য ডেইলি স্টারকে জানান, আমরা অবগত আছি যে, বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত রাখা হয়েছে। আমরা বিষয়টি বোঝার চেষ্টা করছি। আশা করছি শিগগির পুরোদমে আবার এগুলোর ব্যবহার স্বাভাবিক হবে।
Comments