বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে: মিয়ানমার সেনাদের হুমকি

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকার।
MYANMAR.jpg
মিয়ানমার সেনাবাহিনীর ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানী নেপিদোয় প্যারেডে অংশ নিয়েছেন সেনা সদস্যরা। ছবি: রয়টার্স

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকার।

আজ শনিবার গার্ডিয়ান জানায়, শনিবার সেনাবিরোধী আন্দোলনকারীদের ডাকা বিশাল সমাবেশের আগেই এমন হুঁশিয়ারি দিয়েছে সেনা সরকার।

রাষ্ট্রীয় গণমাধ্যম এমআরটিভি নিউজের খবরে বলা হয়েছে, ‘আপনাদের উচিত আগের জঘন্য মৃত্যুর ট্র্যাজেডি থেকে শিক্ষা নেওয়া যে, যেকোনো সময় আপনার মাথা ও পিঠে গুলি লাগতে পারে।’

এই সতর্কবার্তার মাধ্যমে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনে গুলি করে হত্যার আদেশ দেওয়া হয়েছে কি না, স্পষ্টভাবে তা বোঝা যায়নি।

সামরিক সরকার এর আগে জানিয়েছিল যে, প্রতিবাদকারীরা ভিড়ের মধ্য থেকে মারাত্মকভাবে গুলি চালিয়েছে। শুক্রবারের সতর্কবার্তায় দেশটিতে সশস্ত্র বাহিনী দিবসকে ঘিরে যেকোনো বাধা প্রতিরোধ করতে সেনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার মিয়ানমার জুড়ে আবারও দিনব্যাপী বিক্ষোভ হয়েছে। দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও চার বিক্ষোভকারী নিহত হয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ৩২০ জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এপিপিপি) ও স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, অভ্যুত্থানের পর থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভে ৩২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, প্রায় ৩ হাজার মানুষকে গ্রেপ্তার, অভিযুক্ত ও শাস্তি দেওয়া হয়েছে। দেশটিতে প্রতিদিনই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে সংস্থাটি জানায়।

গত সপ্তাহে যুক্তরাজ্য ও ইউরোপের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর সেনা সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে। এরমধ্যে মিয়ানমারে সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে রাশিয়া।

আরও পড়ুন:

মিয়ানমারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, সাংবাদিকদের হুঁশিয়ারি

মিয়ানমারে বিবিসির সংবাদকর্মী আটক

মিয়ানমারে গতকাল নিহত ৩৯, দুই জেলায় সামরিক আইন জারি

মিয়ানমারে এক দিনে নিহত ১৩, সেনাশাসনের বিরুদ্ধে ‘বিপ্লবের ডাক’

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় বিশ্ব সম্প্রদায়

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের ৭০ হাসপাতালে কর্মবিরতি

মিয়ানমারে ফেসবুক বন্ধ

মিয়ানমারে সেনাবিরোধী ব্যতিক্রমী প্রতিবাদ

মিয়ানমারে এবার ইন্টারনেট বন্ধ

অভ্যুত্থানের প্রতিবাদ, সু চির মুক্তির দাবিতে মিয়ানমারে বিক্ষোভ

মিয়ানমারে বিক্ষোভ দমনে জলকামান, গ্রেপ্তার

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago