দেশে ফিরছেন হাসান মাহমুদও
প্রথম ওয়ানডের পর চোটে পড়া হাসান মাহমুদ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দেশে ফেরত আসছেন তরুণ এই ডানহাতি পেসার। ব্যক্তিগত কারণে বাঁহাতি ওপেনার তামিমের ফেরাটা আগেই নিশ্চিত ছিল।
প্রথম ওয়ানডের পর পিঠের চোটে পড়েন হাসান। এই চোটের কারণে সিরিজের পরের দুই ম্যাচে তাকে খেলানো যায়নি।
হাসান অনুশীলন করতেও ভুগছেন। টি-টোয়েন্টি সিরিজে তাই তার খেলার সম্ভাবনা না থাকায় তাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় ফিরে বিসিবির মেডিকেল ইউনিটের তত্ত্বাবধানে থাকবেন ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার।
আগামীকাল রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের ভেন্যু হ্যামিল্টনের সেডন পার্ক। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
Comments