ভারতে নোভাভ্যাক্সের ভ্যাকসিন আসতে সেপ্টেম্বর পর্যন্ত বিলম্ব হতে পারে: সেরাম প্রধান
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেক ফার্ম নোভাভ্যাক্সের যৌথ করোনা ভ্যাকসিন ভারতে চালু হতে সেপ্টেম্বর পর্যন্ত বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন সেরামের প্রধান।
আজ শনিবার সেরামের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে, জানুয়ারিতে সেরামের প্রধান নির্বাহী আদার পুনেওয়ালা জানিয়েছিলেন কভোভাক্স নামের ভ্যাকসিনটি জুনের মধ্যে চালুর আশা করছি।
কিন্তু আজ তিনি জানান, ভারতে কভোভাক্সের ট্রায়াল শুরু হয়েছে। তবে, কেন এই ভ্যাকসিন চালুতে বিলম্ব হবে তা তিনি বলেননি।
Covovax trials finally begin in India; the vaccine is made through a partnership with @Novavax and @SerumInstIndia. It has been tested against African and UK variants of #COVID19 and has an overall efficacy of 89%. Hope to launch by September 2021! https://t.co/GyV6AQZWdV
— Adar Poonawalla (@adarpoonawalla) March 27, 2021
বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান পুনেওয়ালা টুইট করেন, ‘এটি আফ্রিকান এবং যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে পরীক্ষা করা হয়েছে এবং এর সামগ্রিক কার্যকারিতা ৮৯ শতাংশ।’
‘আশা করি ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে এর যাত্রা শুরু হবে!’
পুনেওয়ালা চলতি মাসের শুরুতে জানিয়েছিলেন, কাঁচামাল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের সাময়িক নিষেধাজ্ঞা নোভাভ্যাক্সের মতো ভ্যাকসিনের উৎপাদন সীমিত করতে পারে।
Comments