মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত আরও ৯০

সামরিক সরকারের ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদযাপনের মধ্যে মিয়ানমারজুড়ে সেনাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ৯০ জন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
ছবি: রয়টার্স

সামরিক সরকারের ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদযাপনের মধ্যে মিয়ানমারজুড়ে সেনাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ৯০ জন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, আজ শনিবার সেনাবিরোধী বিক্ষোভকারীরা ইয়াঙ্গুন, মান্দালয়সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে। শনিবার ‘সশস্ত্র বাহিনী দিবসে’র দিন সেনাবিরোধী আন্দোলনকারীদের ডাকা বিশাল সমাবেশের আগে ‘বিক্ষোভ করলে মাথায়/পিঠে গুলি’ এর বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকার।

হুঁশিয়ারি উপেক্ষা করে শনিবার মিয়ানমারজুড়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

স্থানীয় দ্য মিয়ানমার নাও নিউজ পোর্টাল জানিয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে ৬৪ জন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

মান্দালয় শহরে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, শহরটিতে গুলিতে এক পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যু হয়েছে। ইয়াঙ্গুনে ২৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মধ্য সাগাইং অঞ্চল, পূর্বের ল্যাসিও, ইয়াঙ্গুনের নিকটবর্তী বাগো অঞ্চল ও অন্য জায়গা থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

‘কমিটি ফর রিপ্রেজেন্টিং পিডাংসু হাল্টাও’ (সিআরপিএইচ) গ্রুপের মুখপাত্র ডা. সাসা একটি অনলাইন ফোরামে বলেন, ‘আজ সশস্ত্র বাহিনীর জন্য লজ্জার দিন।'

সিআরপিএইচ গ্রুপটি মিয়ানমারের সামরিক সরকারকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে নিজেদেরকে ‘ন্যায়সঙ্গত সরকার’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করছে। সেনা অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হওয়া এক দল আইনপ্রণেতা ও রাজনীতিবিদ দলটি গঠন করেছেন। 

আজ শনিবার পর্যন্ত সেনাবিরোধী বিক্ষোভে প্রায় চারশ বেসামরিক নাগরিক গুলিতে মারা গেছেন বলে দাবি করেন সিআরপিএইচ গ্রুপের মুখপাত্র ডা. সাসা ।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এপিপিপি) জানায়, অভ্যুত্থানের পর থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভে ৩২০ জন নিহত হয়েছেন। 

গতকাল শুক্রবার দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও চার বিক্ষোভকারী নিহত হয়েছেন।

আরও পড়ুন-

বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে: মিয়ানমার সেনাদের হুমকি

মিয়ানমারে গতকাল নিহত ৩৯, দুই জেলায় সামরিক আইন জারি

মিয়ানমারে এক দিনে নিহত ১৩, সেনাশাসনের বিরুদ্ধে ‘বিপ্লবের ডাক’

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় বিশ্ব সম্প্রদায়

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের ৭০ হাসপাতালে কর্মবিরতি

মিয়ানমারে ফেসবুক বন্ধ

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

5h ago