পুলিশকে হরতালে বাধা না দেওয়ার আহ্বান হেফাজতের
আগামীকাল হরতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বলেছে, শান্তিপূর্ণভাবে তারা হরতাল পালন করবেন। আজ বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে একটি মাদ্রাসায় সংবাদ সম্মলনে এই আহ্বান জানান সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব নূরুল ইসলাম ও যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নূরুল ইসলাম ও মামুনুল হক।
এই দুই নেতা বলেন, হেফাজত শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবে। আইনশৃঙ্খলার বাহিনীর উদ্দেশে তারা হরতালে বাধা না দেওয়ার আহ্বান জানান।
জরুরি পরিষেবা ব্যবস্থা হরতালের আওতামুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ছাড়া, গতকাল চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত চার জনের মরদেহ হস্তান্তরেরও দাবি জানান তারা।
Comments