কনওয়ে-ইয়ংয়ের ঝড়ে নিউজিল্যান্ডের বিশাল পুঁজি
শুরুতে উইকেট তুলে চাপে ফেলা গিয়েছিল নিউজিল্যান্ডকে। তবে সেই চাপ ব্যাটের ঝাঁজে উড়াতে ফের দুর্বার ছিলেন ডেভন কনওয়ে। অভিষেকেই উত্তাল হয়ে উঠে উইল ইয়ংয়ের ব্যাটও। এই দুজনের ফিফটিতে নিউজিল্যান্ড পেয়েছে বিশাল পুঁজি।
রোববার হ্যামিল্টনে আগে ব্যাট করে ৩ উইকেটে ২১০ রান করেছে নিউজিল্যান্ড। ম্যাচ জিততে তাই বাংলাদেশের সামনে রেকর্ড রান তাড়ার কঠিন চ্যালেঞ্জ। মাত্র ৫২ বলে অপরাজিত ৯২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন কনওয়ে। ইয়ং করেছেন ৩০ বলে ৫৩ রান।
অথচ সেডন পার্কের ছোট মাঠে টস হেরে দারুণ শুরু পায় বাংলাদেশ। অভিষিক্ত নাসুম আহমেদ প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে তুলে নেন প্রথম উইকেট। প্রথম ৫ বল থেকে ১ রান আসার পর অভিষিক্ত ফিন অ্যালেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই হয়েছেন বোল্ড। নাসুমকে অন সাইডে ঠেকে ১ রান নিতে গিয়ে ব্যাটে নিতে পারেননি বল।
এরপরই ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। নাসুমের পরের ওভারে ছক্কায় উড়ান মার্টিন গাপটিল। আরেক অভিষিক্ত শরিফুল ইসলাম তার প্রথম ওভারে ৩ চার খেয়ে দেন ১৩ রান।
পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে ১ উইকেট হারিয়ে চলে আসে ৪৭ রান। তবে পাওয়ার প্লে উঠতেই আরেকটি উইকেটে দেখা পায় বাংলাদেশ। এবারও তার কারিগর নাসুম।
নাসুমকে উড়াতে গিয়ে লং অনে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৭ বলে ৩৫ করা গাপটিল।
এরপর দুর্বার জুটিতে এগিয়ে যাওয়া স্বাগতিকদের। দুই তরুণ ডেভন কনওয়ে আর উইল ইয়ং তৃতীয় উইকেটে আনেন ৬২ বলে ১০৫ রান। পুরো ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ভুগানো কনওয়ে টি-টোয়েন্টিতে হন জ্বালাতনের কারণ। এবার ফিফটির আগে তাকে ফেরানোর একটা সুযোগ মিলেছিল। নাসুমের বলে বাউন্ডারি লাইন ক্যাচও নিয়েছিলেন শরিফুল। তবে রিপ্লে দেখে তা ছক্কা দেন আম্পায়ার। তাকে আউট করতে না পারলেও বাংলাদেশের হয়ে প্রথমযাত্রাটা স্মরণীয় হয় নাসুমের। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিনি পান ২ উইকেট।
প্রথম টি-টোয়েন্টি খেলতে নামার ছাপ দেখা যায়নি ইয়ংয়ের ব্যাটে। থিতু হয়েই মারতে থাকেন বড় শট। গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত রান আনার কাজ হয়ে যায় সহজ। ১৭তম ওভারে শেখ মেহেদীর বলে বাউন্ডারি লাইনে ধরা পড়ার আগে ৩০ বলে ৫৩ করেছেন তিনি।
শেষ দিকে নেমে গ্লেন ফিলিপসও হয়েছেন বিস্ফোরক। জুটিতে ১৯ বলেই এসেছে ৫২ রান। ফিলিপস ১০ বলে ২৪ করে থাকেন অপরাজিত। বাংলাদেশের বোলিংও হয়েছে ছন্নছাড়া। বিবর্ণ দেখিয়েছে শরিফুল, সাইফুদ্দিন, মোস্তাফিজদের বোলিং।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড : ২০ ওভারে ২১০/৩ (গাপটিল ৩৫, অ্যালেন ০, কনওয়ে ৯২* , ইয়ং ৫৩, ফিলিপস ২৪* ;নাসুম ২/৩০, সাইফুদ্দিন ০/৪৩, শরিফুল ০/৫০, মোস্তাফিজ ০/৪৮ , শেখ মেহেদী ১/৩৭)
Comments