'ন্যায্য গোল' বাতিল হওয়ায় ক্ষুব্ধ রোনালদো

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগের দিন সার্বিয়ার সঙ্গে পয়েন্ট খুইয়েছে পর্তুগাল। ম্যাচের শেষ মুহূর্তে ক্রিস্তিয়ানো রোনালদোর একটি গোল বাতিল না হলে হয়তো জিততেই পারতো দলটি। তবে গোল না দেওয়ার সিদ্ধান্তে বেজায় খেপেছেন রোনালদো। মাঠেই অধিনায়কের আর্ম ব্যান্ড ছুঁড়ে দিয়ে শেষ বাঁশি বাজার আগেই মাঠ ছাড়েন এ জুভেন্টাস তারকা। পরে সামাজিক মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, 'পর্তুগাল দলের অধিনায়ক হওয়া আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি এবং আমাকে এটা গর্বিত করে। আমি সবসময় আমার দেশের জন্য সব কিছু দিই এবং দেব, যা কখনই বদলাবে না। তবে মাঝেমধ্যে মোকাবিলা করা অনেক কঠিন হয়ে যায়, বিশেষত যখন আমরা যখন অনুভব করি যে পুরো জাতির ক্ষতি হচ্ছে। আপনার মাথা তুলে এখনই পরবর্তী চ্যালেঞ্জের মুখোমুখি মহতে হবে। চল, পর্তুগাল।'

বেলগ্রেডে শনিবার 'এ' গ্রুপের শীর্ষে থাকা সার্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল। অথচ ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা। গোল পাননি রোনালদো। লিভারপুল তারকা দিয়াগো জোতা একাই করেন গোলদুটি। কিন্তু পরে সার্বিয়ার হয়ে ফুলহামের স্ট্রাইকার আলেকসান্দার মিত্রোভিচ ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের উইঙ্গার ফিলিপ কসতিচের করা গোলে পয়েন্ট হারায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তবে শেষ মুহূর্তের গোলটি বাতিল না হলে হয়তো দলকে জয় উপহার দিয়েই মাঠ ছাড়তে পারতেন রোনালদো।

রিপ্লেতে অবশ্য দেখা গেছে রোনালদোর দাবী যৌক্তিক ছিল। ডিফেন্ডার স্তেফান মিত্রোভিচ যখন বল ক্লিয়ার করেন তার আগেই বল লাইন পেরিয়েছিল। কিন্তু ডাচ রেফারি ড্যানি ডেসমন্ড ম্যাকেলি ও তার সহকারীরা মাঠে তা ঠিকভাবে যাচাই করতে পারেননি। নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় রোনালদোর খেপে যাওয়া স্বাভাবিকই ছিল। উল্টো তার প্রতিক্রিয়ার কারণে হলুদ কার্ডও দেখতে হয়।

তবে রোনালদোদের কোচ ফের্নান্দো সান্তোস অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন, 'রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি কখনও মন্তব্য করি না, সেটা আমাদের পক্ষে আসুক আর না আসুক। রেফারিদের ভুল খেলারই একটা অংশ এবং এটাকে এভাবেই দেখা উচিত। আমি এটা পরিষ্কারভাবে দেখতে পারিনি, রিপ্লে দেখার পর হয়ত বলতে পারব।'

তবে ম্যাচশেষে তার কাছে রেফারি ক্ষমা চেয়েছেন বলেও জানিয়েছেন পর্তুগাল কোচ, 'এমন কিছু মুহূর্ত আছে যা মেনে নেওয়া কঠিন, বিশেষ করে যখন অনুভব করি পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে। আমরা আমাদের মাথা উঁচুই রাখব এবং পরবর্তী চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাব। ম্যাচ শেষে রেফারি আমার কাছে সরাসরি ক্ষমা চান এবং এখন আমাদের এগিয়ে যেতে হবে। এটা পরিষ্কার গোল ছিল, কিন্তু এখন আমাদের কিছুই করার নেই।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

10h ago