ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানা ও পুলিশ লাইনে হামলা, গুলিতে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভবনে আগুন দিয়েছে হেফাজতের নেতা-কর্মীরা। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাইওয়ে থানায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই জন মারা গেছে। এছাড়া জেলা শহরের পীরবাড়ি এলাকায় পুলিশ লাইনে হেফাজতের নেতা-কর্মীদের হামলার পর সেখানে গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে মারা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম গুলিবিদ্ধ তিন জন হাসপাতালে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে দুই জনের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।

ওই চিকিৎসক আরও জানান, প্রথম দুই জন ছাড়াও বিকেল ৩টার দিকে গুলিবিদ্ধ আরেকজন মারা যান। প্রায় চল্লিশ বছরের অজ্ঞাতপরিচয় এই ব্যক্তিকে আহত অবস্থায় শহরের পীরবাড়ি এলাকা থেকে দুপুর সোয়া ২টার দিকে কয়েকজন নিয়ে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পীরবাড়ি এলাকায় পুলিশ লাইনে হেফাজতের নেতা-কর্মীরা হামলা করলে গুলির ঘটনা ঘটে। সেখান থেকে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, হাইওয়ে থানায় হামলায় অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। সেখানকার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। সরাইলে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও মহাসড়ক ছাড়া কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ের খাঁটিহাতা হাইওয়ে থানায় হামলা করেন হেফাজতে ইসলামের সমর্থকেরা। তারা থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালান।

গুলিতে নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আলতাফ আলী ওরফে আলতু মিয়ার ছেলে হাদিস মিয়া ওরফে কালন মিয়া (২৩) এবং সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের সুফি আলীর ছেলে আল আমীন (২০)।

সরেজমিনে দেখা গেছে, সরাইল বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, বারিউড়া, শাহবাজপুর, বেড়তলা এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় কালীকচ্ছ বাজার এলাকায় কয়েক হাজার মাদ্রাসা শিক্ষার্থীসহ লোকজন লাঠিসোঁটা হাতে অবস্থান করছেন। এসব সড়কে কিছুদূর পরপর গাছের গুঁড়ি, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

30m ago