বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ: মামলার আসামি ৫০০-৬০০
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় গত ২৬ মার্চ হওয়া সংঘর্ষের ঘটনায় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। তিনি জানান, গত ২৬ মার্চ রাতেই পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেছে। এতে ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।
গত ২৬ মার্চ দুপুরে বায়তুল মোকাররম এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দ্য ডেইলি স্টারের দুই ফটোসাংবাদিকসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
বায়তুল মোকাররম এলাকায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, ডেইলি স্টারের ২ ফটোসাংবাদিকসহ আহত অন্তত ৬০
Comments