বগুড়ায় একদিনে শনাক্ত ৫০ মৃত্যু ৫
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫০ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন পাঁচ জন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচ জনই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
ওই পাঁচ জনের মধ্যে একজন শেরপুরের, একজন জলেশ্বরীতলা, একজন নিশিন্দারা, একজন শহরের লতিফপুর এলাকা ও অপরজন সিরাজগঞ্জের সাজাদপুরের বাসিন্দা।
ডেপুটি সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ২৯৯টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৫০ জনকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে বগুড়ায় করোনায় আক্রান্ত রোগী রয়েছেন ২৫০ জন। যারা হাসপাতাল ও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত জেলাটিতে করোনায় মারা গেছেন ২৬০ জন।
গত ২০ মার্চ থেকে বগুড়ায় করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে জানান তিনি।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বগুড়ায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩২৮ জন। যাদের মধ্যে নয় হাজার ৮১৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে গেছেন।
Comments