১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রেল যোগাযোগ স্বাভাবিক

সোনার বাংলা ট্রেনে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের হামলা। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথে ব্যারিকেড সৃষ্টি করায় নিরাপত্তাজনিত কারণে গতকাল রোববার সকাল সাড়ে ৯টার পর থেকে এই রুটগুলোতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হরে গতকাল রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. কামরুল হাসান।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গতকাল রাত ১০টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু করেছে।’

হেফাজতের নেতাকর্মীদের তাণ্ডবে এবং তাদের দেওয়া আগুনে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সিগন্যাল সিস্টেমসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় গত শনিবার থেকে ওই স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর করে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। এতে ট্রেনের ভেতরে থাকা অন্তত ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: 

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, রেলস্টেশন ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় মামলা ৩, আসামি ৬৫০০

ময়নাতদন্ত ছাড়াই দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিহত আশিকের

সরাইলে ফাঁড়িতে হামলা, ১৫ পুলিশ সদস্য আহত

হরতাল চিত্র

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানা ও পুলিশ লাইনে হামলা, গুলিতে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিস, গণগ্রন্থাগার, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া: নিহত বেড়ে ৬ হেফাজতের হরতালে দোকান ও যান চলাচল বন্ধ

উচ্ছৃঙ্খলতা বন্ধ করুন, নইলে কঠোর অবস্থান নেবে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিকেড: ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী ট্রেন চলাচল বন্ধ

আবারও পোড়ানো হলো ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’

Comments

The Daily Star  | English

Israel army says sirens sound in north after Iran missile launch

Iran and Israel traded further air attacks on Thursday as Trump kept the world guessing about whether the US would join Israel's bombardment of Iranian nuclear facilities.

19h ago