চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০, আটক ১৫

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বিকেল সাড়ে তিনটার দিকে কাজীর দেউড়ি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।  

ছবি: সংগৃহীত

মেহেদী হাসান বলেন, কাজীর দেউড়িতে বিএনপি কার্যালয় নসিমন ভবনের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোঁড়া হয়, তাদের ওপর হামলা করা হয় এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অ্যাকশনে যায় এবং বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ কমিশনার পলাশ কান্তি নাথ জানান, চট্টগ্রাম মহানগর বিএনপি বিক্ষোভ মিছিলটি বের করে। এ সময়, নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পরে, বিএনপি কর্মীরা সড়ক অবরোধ করলে, পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয়।

পলাশ কান্তি নাথ দ্য ডেইলি স্টারকে জানান, বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা করলে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

20b55c18-caa1-43e3-9bc4-fb0751129e3e.jpg
কাজীর দেউড়িতে ভাঙচুর করা ট্রাফিক পুলিশ বক্স। ছবি: স্টার

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু সুফিয়ান দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল তিনটার দিকে মিছিল নিয়ে কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ বিনা উস্কানিতে মিছিলে গুলিবর্ষণ শুরু করে। এতে আমাদের অন্তত ২০ নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। তাদের নগরের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম। সেখানে পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে।

স্বাধীনতা দিবসে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও পুলিশের হামলা এবং হত্যার ঘটনার প্রতিবাদে বাংলা‌দেশ জাতীয়তাবাদী যুবদ‌ল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল-চট্টগ্রাম মহানগর শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।

Comments

The Daily Star  | English
expediency

Expediency triumphs over principle in electoral politics

It appears that all of the ruling party’s efforts revolve around the next election, not considering longer-term ramifications for the itself.

5h ago