পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি করোনায় আক্রান্ত
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর তিনি টুইটারে এ বিষয়টি জানান বলে উল্লেখ করেছে রয়টার্স।
তিনি বলেন, ‘করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। এ সপ্তাহেই দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকে হয়তো অ্যান্টিবডি তৈরি শুরু হবে। সবাই সতর্ক থাকুন।’
রয়টার্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। চলতি মাসের শুরুতে ভ্যাকসিন নেওয়ার দুদিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা শনাক্ত হয়।
তিনি সম্ভবত ভ্যাকসিন নেওয়ার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা।
Comments