নিউজিল্যান্ডের রানের চাকায় লাগাম পরাতে পারছে না বাংলাদেশ

এই প্রতিবেদন লেখার সময়, তাদের সংগ্রহ ১২.২ ওভারে ৪ উইকেটে ১০২ রান।
bangladesh nz
ছবি: টুইটার

অধিনায়ক মাহমুদউল্লাহ ক্যাচ ফেলার পরের তিনটি ক্যাচ হাতে জমাল বাংলাদেশ। তাতে উল্লাসে মাতলেন তিন টাইগার পেসার তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের আঁটসাঁট বোলিংয়ের পাশাপাশি ডানহাতি শেখ মেহেদী হাসানও পেলেন উইকেটের দেখা। কিন্তু নিউজিল্যান্ডের রানের চাকায় লাগাম টানতে পারেননি সফরকারীরা।

মঙ্গলবার নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ। নেপিয়ারে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। তাদের সংগ্রহ যখন ১২.২ ওভারে ৪ উইকেটে ১০২ রান, তখন বৃষ্টির হানায় বন্ধ হয়ে যায় খেলা। ২৫ মিনিট বিরতির পর আবার মাঠে নেমেছে দুদল। উইকেটে আছেন গ্লেন ফিলিপস ৩০ বলে ১৭ ও মার্ক চ্যাপম্যান ৩ বলে ২ রানে।

ইনিংসের প্রথম ওভারে নাসুমকে একটি করে চার মেরে স্বাগত জানান মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ২০ রান। চতুর্থ ওভারে তাসকিন আহমেদ আক্রমণে এসেই হজম করেন ছক্কা। দ্বিতীয় বলে অবশ্য অ্যালেনকে ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু উঁচুতে ওঠা ক্যাচ মাহমুদউল্লাহর হাত ফসকে বেরিয়ে যায়।

তাসকিনের চতুর্থ ডেলিভারিতে আবার ছক্কা। এবারে গাপটিল বল সীমানাছাড়া করেন। তবে খরুচে ওই ওভারেই আসে বাংলাদেশের প্রথম সাফল্য। অফ স্টাম্পের বাইরের বল লেগ সাইডে হাঁকাতে গিয়ে ঠিকমতো সংযোগ করতে পারেননি অ্যালেন। স্কয়ার লেগে নাঈম শেখের তালুবন্দি হন তিনি।

পাওয়ার প্লের শেষ বলে সাজঘরে ফেরেন গাপটিল। গোটা সিরিজে যে তাসকিনের বলে অনেকগুলো ক্যাচ পড়েছে, সেই তিনিই নেন অবিশ্বাস্য এক ক্যাচ। ফাইন লেগে বল হাতে জমিয়ে এই দীর্ঘদেহী পেসার নিজেও বিস্মিত হয়ে যান! মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হয়ে গাপটিলের মুখেও ফুটে ওঠে হাসি। ৬ ওভারে নিউজিল্যান্ডের স্কোর তখন ২ উইকেটে ৫৫।

পরের বলেই বিপজ্জনক ডেভন কনওয়েকে আউট করেন শরিফুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটের স্বাদ নেন এই বাঁহাতি পেসার। শুরু থেকেই বাড়তি বাউন্স পাওয়া শরিফুলকে খেলতে কিছুটা সমস্যা হচ্ছিল কনওয়ের। বড় শটে চাপ আলগা করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পড়েন তিনি।

এরপর কিউইরা পায় ৩৯ রানের জুটি। এই জুটি ভাঙে উইল ইয়াং মেহেদীর করা দ্বাদশ ওভারে স্টাম্পড হয়ে ফিরলে। উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে আত্মাহুতি দেন তিনি। ওই ওভারের শেষ বলে ছয় মেরে নিউজিল্যান্ডের স্কোর একশ পার করেন ফিলিপস।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ১২.২ ওভারে ১০২/৪ (গাপটিল ২১, অ্যালেন ১৭, কনওয়ে ১৫, ইয়ং ১৪, ফিলিপস ৩০*, চ্যাপম্যান ২*; নাসুম ০/২৫, সাইফউদ্দিন ১/১৯, তাসকিন ১/২৪, শরিফুল ১/১১, মেহেদী ১/২১)।

Comments

The Daily Star  | English
$8b climate fund rolled out for Bangladesh

Lenders join hands over $8b climate fund for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

12h ago