রামোস? আমি সেই ম্যাচের কথা ভুলে গেছি: সালাহ

২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের কথা। প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও রামোসের সঙ্গে একটি ট্যাকেলে আহত হয়ে মাঠ ছাড়েন দারুণ ছন্দে থাকা লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। অথচ সেবার দলটিকে ফাইনালে ওঠানোর মূল কৃতিত্ব ছিল এ ফরোয়ার্ডের। কার্যত তখনই শেষ হয়ে যায় অলরেডদের আশা। অনেকেরই ধারণা সেদিন ইচ্ছে করেই সালাহকে ফাউল করেছিলেন রামোস।
ramos-salah
সালাহকে করা রামোসের ট্যাকেল। ছবি : রয়টার্স

২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের কথা। প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও রামোসের সঙ্গে একটি ট্যাকেলে আহত হয়ে মাঠ ছাড়েন দারুণ ছন্দে থাকা লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। অথচ সেবার দলটিকে ফাইনালে ওঠানোর মূল কৃতিত্ব ছিল এ ফরোয়ার্ডের। কার্যত তখনই শেষ হয়ে যায় অলরেডদের আশা। অনেকেরই ধারণা সেদিন ইচ্ছে করেই সালাহকে ফাউল করেছিলেন রামোস।

মাঝে দুই আসর পার হওয়ার পর ফের আবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। তবে এবার কোয়ার্টার ফাইনালে। তাই স্বাভাবিকভাবেই উঠে আসছে সেই ম্যাচের কথা। কিন্তু সে ম্যাচের কথা বেমালুম ভুলে গেছেন বলে জানান মিশরীয় মেসি খ্যাত এ ফুটবলার। মাদ্রিদ ভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি।

রামোসের সেই ঘটনায় এবার আলাদা মনোভাব নিয়ে খেলবেন কি-না জানতে চাইলে সালাহ বলেন, 'সেই ম্যাচ অতীত হয়ে গেছে। তাই আমি সেটা নিয়ে ভাবছি না। আমি আমাদের দল নিয়ে ভাবছি। প্রত্যেকেই তার দলের দিকে মনোযোগ দেয় এবং সবাই জিততে চায়... এটাই।'

তবে সালাহ যাই বলেন না কেন, ম্যাচটি নিঃসন্দেহে লিভারপুলের জন্য প্রতিশোধের মিশন। তার ইনজুরি না হলে হয়তো এক মৌসুম আগেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেতে পারতো তারা। তাই এ ক্লাবটিকে এবারও নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার পর ভিন্ন কিছু ভাবাই স্বাভাবিক। আর রিয়ালকে হারিয়ে সেমিতে যেতে পারলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না বলেই জানান এ মিশরীয়, 'সেমিফাইনালে উঠতে পারলে কতটা ভালো হবে আমি তাই ভাবছিলাম।'

তবে রিয়ালকে এখনই দেখেতে চেয়েছিলেন না-কি ফাইনালে এমন প্রশ্নে বিষয়টি এড়িয়ে যান এ তারকা, 'হ্যাঁ, আমার কোনো পছন্দ নেই। এটা সেমি-ফাইনাল। এখন এই দল কিংবা অন্য কেউ তাতে কিছু যায় আসে না। আমরা এখন কোয়ার্টার ফাইনালে। এখানে সব দলই উচ্চ শ্রেণীর এবং খুব ভালো।'

উল্লেখ্য, ২০১৮ এর সেই ফাইনাল ম্যাচের ২৯তম মিনিটে রামোসের সঙ্গে সংঘর্ষ এড়াতে পারেননি সালাহ। ট্যাকল করতে যাওয়া রামোস হাত দিয়ে টেনে ধরেন সালাহকে। তাতে ভারসাম্য হারিয়ে পড়ে যান দুজনেই। মারাত্মক চোট পান সালাহ। এরপর টিকতে পারেননি এক মিনিটও। প্রচণ্ড ব্যথায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন মিশরের ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলার।

Comments