রাহাতুলের ৭ উইকেটের পর গালিবের ব্যাটে সিলেটের বড় লিড

রাহাতুলের ৭ শিকারে ৯০ রানের লিড পাওয়ার পর ব্যাট করতে নেমে আসাদুল্লাহ গালিবের ঝলকে চালকের আসনে সিলেট বিভাগ।
Rahatul Ferdous
রাহাতুল ফেরদৌস জাভেদ। ছবি: বিসিবি

আগের দিনই ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। তৃতীয় দিনে নেমে শুভাগত হোমের সেঞ্চুরি পেতে সমস্যা হয়নি। তবে রাহাতুল ফেরদৌস জাভেদের বাঁহাতি  স্পিনে সমস্যায় পড়েছে তার দল।  রাহাতুলের ৭ শিকারে ৯০ রানের লিড পাওয়ার পর ব্যাট করতে নেমে আসাদুল্লাহ গালিবের ঝলকে চালকের আসনে সিলেট বিভাগ।

কক্সবাজারে জাতীয় লিগের প্রথম স্তরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বেশ ভালো অবস্থানে আছে সিলেট। হাতে ৪ উইকেট নিয়ে ঢাকা বিভাগ থেকে তারা এগিয়ে আছে ২৭৩ রানে।

সিলেটের ৩৭০ রানের জবাবে শুভাগতের সেঞ্চুরির পরও ঢাকা করে ২৮০ রান। দ্বিতীয় ইনিংসে নেমে ৬ উইকেটে ১৮৩ রান তুলেছে সিলেট।  আসাদুল্লাহ গালিব অপরাজিত আছেন ৭৪ রানে।

এই ম্যাচে সিলেট খেলছে খেলোয়াড় সংকট নিয়ে। দলের বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কোন বদলি ফিল্ডার হাতে নেই তাদের।

তৃতীয় দিন ৬ উইকেটে ২৩৯ রান নিয়ে খেলতে নেমে সকালটা ভালোই শুরু করেছিল ঢাকা। ৮৯ রানে অপরাজিত থাকা শুভাগত তুলে নিয়েছিলেন শতক। এদিন জুটিতে আরও ৩১ রান তুলার পর বিদায় নেন আরাফাত সানি জুনিয়র। আগের দিন ৩ উইকেট নেওয়া রাহাতুল একে একে মুড়ে দেন ইনিংস। বোল্ড করে দেন শুভাগতকেও। পরে টেল এন্ডারদের উপড়াতে নেননি বেশি সময়। প্রথম শ্রেণীতে বাঁহাতি স্পিনার রাহাতুলের এটি তৃতীয় ৫ উইকেট।

৯০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে শুরুটা ভাল হয়নি সিলেটের। ওপেনার শাহনাজ আহমেদ কাবু হন সুমন খানের পেসে। অমিত হাসানকে তুলে নেন তাইবুর পারভেজ। আরেক ওপেনার সায়েম আলম রিজভি রানে ছিলেন। তাকে আর জাকের আলি অনিককে পর পর আউট করেন প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া শুভাগত।

শেষ পর্যন্ত সিলেট এগিয়ে যাচ্ছে আসাদুল্লাহ গালিবের ব্যাটে। ৫৮ রানে ৪ উইকেট পড়ার পর জাকির হাসানের সঙ্গে জুটি গড়েন তিনি। জুটিতে ৬৪ রান তুলে ৩৩ করে জাকির ফেরার পর গালিব সঙ্গী হিসেবে পান যুব বিশ্বকাপজয়ী দলের পেসার তানজিম হাসান সাকিবকে। সাকিব-গালিব জুটিতে এসেছে আরও ৬১ রান। যাতে ২৪ রানের অবদান সাকিবের।

Comments

The Daily Star  | English
Sheikh Hasina's Sylhet rally on December 20

Hasina doubts if JP will stay in the race

Prime Minister Sheikh Hasina yesterday expressed doubt whether the main opposition Jatiya Party would keep its word and stay in the electoral race.

4h ago