সু চি ‘সুস্থ’ আছেন: আইনজীবী

মিয়ানমারে সামরিক সরকারের হাতে আটক দেশটির গণতান্ত্রিক নেতা অং সান সু চি ‘সুস্থ’ আছেন বলে জানিয়েছেন তার এক আইনজীবী।
Aung San Suu Kyi
ছবি: রয়টার্স ফাইল ফটো

মিয়ানমারে সামরিক সরকারের হাতে আটক দেশটির গণতান্ত্রিক নেতা অং সান সু চি ‘সুস্থ’ আছেন বলে জানিয়েছেন তার এক আইনজীবী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বুধবার এক ভিডিও আলোচনায় তাকে ‘সুস্থ’ অবস্থায় দেখা গেছে।

সু চি’র আইনজীবী মিন মিন সোই টেলিফোনে বার্তা সংস্থাটিকে বলেছেন, ‘সু চি’কে দেখে সুস্থ ও ভালো রয়েছেন বলে মনে হয়েছে।’

সু চি’র বিরুদ্ধে সামরিক সরকারের মামলার বিষয়ে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ৭৫ বছর বয়সী সু চি’কে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতিসহ অবৈধভাবে ছয়টি হ্যান্ডহেল্ড রেডিও ও করোনা প্রটোকল না মানার অভিযোগ আনা হয়েছে।

সু চি’র আইনজীবীরা বলেছেন— নোবেল শান্তি বিজয়ীর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অতিরঞ্জিত ও হাস্যকর।

এদিকে, মিয়ানমারে ক্রমাগত সেনাবিরোধী আন্দোলন ও সহিংসতার কারণে সেখানে মার্কিন দূতাবাসের অত্যাবশ্যকীয় নন এমন কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মিয়ানমার ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। গত মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে: মিয়ানমার সেনাদের হুমকি

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে নিহত ৩ শতাধিক

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত আরও ৯০

সু চির বিরুদ্ধে মিয়ানমার পুলিশের মামলা

মিয়ানমারে আমাদের বিনিয়োগে প্রভাব পড়বে না: জাপান

মিয়ানমারে চীনের বিনিয়োগে বিলম্ব ঝুঁকি

যুক্তরাষ্ট্রের অবরোধ ঝুঁকিতে মিয়ানমার

‘সু চি সরকারের বেশিরভাগ ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই ছিল’

রোহিঙ্গা প্রতিক্রিয়া: সু চি-সেনাবাহিনী একই

অভ্যুত্থান মেনে না নেওয়ার আহ্বান সু চির

যে কারণে সু চিকে সরিয়ে ক্ষমতা নিলো সেনাবাহিনী

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় বিশ্ব সম্প্রদায়

‘নির্বাচনে কারচুপি’র অজুহাতে মিয়ানমার সেনাবাহিনীর অভ্যুত্থান

মিয়ানমারে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র চায় বাংলাদেশ

মিয়ানমার: ১৯৪৮ থেকে ২০২১

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

4h ago