আগামী ১৪ দিন বন্ধ থাকবে রাঙ্গামাটি-খাগড়াছড়ির পর্যটনকেন্দ্র
করোনাভাইরাস সংক্রমণ রোধে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুই জেলার জেলা প্রশাসক এ ঘোষণা দিয়েছেন।
আজ দুপুরে রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এক সভা শেষে সাংবাদিকদের এ নির্দেশনার বিষয়ে জানান।
তিনি জানান, নির্দেশনা অনুযায়ী সব আবাসিক হোটেল, মোটেলও বন্ধ থাকবে।
এ ছাড়া, সব দোকান ও রেস্তোঁরাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে এবং রাত ৮টার আগে সেগুলোকে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসও আজ থেকে জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
Comments