সয়াবিন তেল, চিনি ও পেঁয়াজের দাম বাড়াল টিসিবি

ফাইল ফটো

রমজান মাসের আগেই সয়াবিন তেল প্রতি লিটারে ১০ টাকা, চিনি ও পেঁয়াজের দাম প্রতি কেজিতে পাঁচ টাকা করে বাড়িয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ বুধবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর কথা জানানো হয়।

দাম বাড়ার ফলে তেল, চিনি ও পেঁয়াজের দাম ৯০, ৫০ ও ১৫ টাকা থেকে বেড়ে বৃহস্পতিবার থেকে ১০০, ৫৫ ও ২০ টাকা দরে বিক্রি হবে।

এনিয়ে জানুয়ারির পর সয়াবিন তেলের দাম দুই দফায় বাড়াল টিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, সংস্থাটি প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকা দরে বিক্রি করবে।

এদিকে, টিসিবির পণ্যের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। সংস্থাটি ছোলা প্রতি কেজি ৫৫ টাকা এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি করবে।

টিসিবি জানিয়েছে, ক্রেতারা একসঙ্গে সর্বোচ্চ চার কেজি চিনি, তিন কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও পাঁচ লিটার তেল কিনতে পারবেন।

সারা দেশে ৫০০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির ছয়টি পণ্য বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হয়ে ৬ মে পর্যন্ত চলবে।

টিসিবি জানায়, রমজানে প্রতি ট্রাকে ৮০০ থেকে এক হাজার ২০০ কেজি চিনি, ৬০০ থেকে ৭৫০ কেজি মসুর ডাল, এক হাজার ২০০ থেকে দেড় হাজার লিটার সয়াবিন তেল, ৩০০ থেকে এক হাজার কেজি পেঁয়াজ, ৪০০ থেকে এক হাজার কেজি ছোলা ও ১০০ কেজি খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago