‘আশেপাশের মানুষেরা বেশি আনন্দিত’
অভিনেত্রী জয়া আহসান কলকাতার সিনেমায় অভিনয় করে দ্বিতীয়বারের মতো পেলেন ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা)।
‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমা দুটির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
গতকাল বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টার অনলাইনকে জয়া আহসান বলেন, ‘এটা আমার জন্য অনেক আনন্দের সংবাদ। এই পুরস্কারে আমার আশেপাশের মানুষেরা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন। তাদের আনন্দিত মুখ দেখতেই আমার ভালো লাগে।’
ছবি দুটির সঙ্গে জড়িত সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
২০১৮ সালে ‘বিসর্জন’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান।
গতকাল বুধবার রাতে জমকালো আয়োজনের মাধ্যমে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমা থেকে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় জয় ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা) ২০২০।
শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জনপ্রিয় ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছেন স্বস্তিকা মুখার্জী (শাহজাহান রিজেন্সি) ও শুভশ্রী গাঙ্গুলী (পরিণীতা)।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘ভিঞ্চি দা’। শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার পেয়েছেন ‘জ্যেষ্ঠপুত্র’র নির্মাতা কৌশিক গাঙ্গুলী।
‘গুমনামি’ সিনেমার জন্যে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ।
Comments