চুয়াডাঙ্গায় অপহরণের ১০ ঘণ্টা পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ৫
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চার বছরের এক শিশুকে মুক্তিপণের দাবিতে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলা শহরের কলেজপাড়া থেকে অপহরণের পর আজ বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গার আনন্দধাম এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
ওসি জানান, অপহরণের পর রাত ১০টার দিকে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে শিশুটির বাবা সজিবের কাছে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় রাতে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন সজিব।
আলমগীর হোসেন জানান, রাতে অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে আলমডাঙ্গার আনন্দধাম এলাকার একটি বাড়ি থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে অপহরণের মূল পরিকল্পনাকারী সজিবের চাচাতো ভাই কাজি সুমনসহ পাঁচ জনকে গ্রেপ্তারও করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন অপহরণের বিষয়টি স্বীকার করেছে বলে জানান ওসি।
Comments