পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

পাবনার সুজানগরে তারাবারিয়া এলাকায় আজ শুক্রবার সকালে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মা।
Pabna road accident
পাবনার সুজানগরে তারাবারিয়া এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের মৃত্যু হয়। ২ এপ্রিল ২০২১। ছবি: স্টার

পাবনার সুজানগরে তারাবারিয়া এলাকায় আজ শুক্রবার সকালে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মা।

পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে গেছেন ট্রাকের চালক ও হেলপার।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৬) ও তার মেয়ে সিনহা (৬)।

আহত আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তারকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। পথে তারাবাড়িয়া বাজার এলাকার কাছে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। সেসময় বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৯৭১৪) পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়।

গুরুতর আহত নাসরিন খাতুনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করলেও পালিয়ে গেছেন ট্রাকের চালক ও হেলপার।

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago