করোনায় আক্রান্ত চিত্রনায়ক রিয়াজ
চিত্রনায়ক রিয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে তিনি নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ মার্চ নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন। পরেরদিন রিপোর্ট হাতে পাই। রিপোর্টের রেজাল্ট করোনা পজিটিভ এসেছে।
বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে তার ভারতে যাওয়ার কথা। তবে, করোনা আক্রান্ত হওয়ায় আপাতত শুটিংয়ের জন্য ভারত যাওয়া হচ্ছে না। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করবেন রিয়াজ।
Comments