গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনায় আগামী দুই সপ্তাহ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৩ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ছবি: সংগৃহীত

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনায় আগামী দুই সপ্তাহ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৩ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা পরিস্থিতির অবনতি হলে বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে ।

এর আগে, গত বছরের ২০ মার্চ পার্কটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে করোনা পরিস্থিতির উন্নতি হলে একই বছরের ১ নভেম্বর দর্শনার্থীদের জন্য পুনরায় কর্তৃপক্ষ পার্কটি খুলে দেন।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

13h ago