চিরিরবন্দরে লোহার খনি অনুসন্ধানের কাজ শুরু
দিনাজপুরের চিরিরবন্দরে লোহার খনি অনুসন্ধানের আনুষ্ঠানিক খনন কাজ শুরু করেছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. শের আলী আজ শুক্রবার বিকালে এ খনন কাজের উদ্বোধন করেন।
উপজেলার ১০ নম্বর পুনট্রি ইউনিয়নের কেশবপুর গ্রামে এই কূপ খনন শুরু হয়।
এসময় জিএসবির উপ-পরিচালক(ড্রিলিং প্রকৌশলী) মো. মাসুদ রানা, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জানান, সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খননের কাজে একটি অনুসন্ধানী ড্রিলিং পরিচালনা করা হবে। প্রথম তিন মাস কূপ খনন করে চালানো হবে খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ।
নতুন খনিতে লোহার সঙ্গে তামাসহ অন্যান্য মূল্যবান সম্পদ পাওয়ার আশা করছে জিএসবি। বর্তমানে এলাকাটি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে খনিজ সম্পদের অনুসন্ধানের কাজ চালাবে সংস্থাটি।
জিএসবি’র মহাপরিচালক ড. মো. শের আলী কেশবপুর এলাকায় জি ডি এইচ-৭৬/২১ কূপ খনন কার্যক্রমে সহায়তা, নিরাপত্তা, তথ্য ও উপাত্ত সরবরাহ, যাতায়াত ও পথ প্রদর্শনে সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে, ২০১৯ সালে জিএসবি দিনাজপুরের হাকিমপুরে লোহার সন্ধান পায়।
Comments