বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: ব্যক্তিগত প্রথম ইভেন্টেই জুয়েলের রেকর্ড

বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু নিজের প্রথম ইভেন্টে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে লাগিয়ে দিয়েছেন তাক।
jewel swimming

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে সাঁতারের উদ্বোধনী দিনে রেকর্ড গড়েছেন জুয়েল আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু নিজের প্রথম ইভেন্টে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে লাগিয়ে দিয়েছেন তাক। তবে তৃপ্তির ঢেঁকুর তুললেও টাইমিং নিয়ে পরোপুরি সন্তুষ্ট নন তিনি।

শনিবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে দেশের হয়ে নতুন কীর্তি গড়েন জুয়েল। তিনি ২ মিনিট ১৬.১২ সেকেন্ডে সাঁতার শেষ করে অর্জন করেন সোনার পদক। ২০১৯ সালে নিজের গড়া ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন তিনি। 

রেকর্ডের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জুয়েল বলেছেন, ‘আমার কাছে রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোনার পদক। শুরুটা ভালো হয়েছে। আশা করছি, বাকি ইভেন্টগুলোতে ভালো করব।’

কুষ্টিয়া থেকে উঠে আসা দেশের অন্যতম সেরা এ সাঁতারু যোগ করেছেন, ‘বঙ্গবন্ধুর নামে আয়োজিত হচ্ছে এবারের গেমস। বিশেষ আয়োজনে নিজের প্রথম ইভেন্টে রেকর্ড গড়তে পারাটা ছিল তৃপ্তির।’

টাইমিং নিয়ে জুয়েলের ভাষ্য, ‘করোনা পরিস্থিতির কারণে প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। নইলে টাইমিংটা আরও ভালো হতে পারত। বিরূপ পরিস্থিতিতেও আমার সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী আমাকে সর্বোচ্চ সহায়তা করেছে। এ জন্য আমি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য, এদিন সকাল ১১টায় সাঁতারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান ছিল অনাড়ম্বর।

Comments

The Daily Star  | English
Trend of Interest Rate Spread

Interest rate spread rises to highest level since 2003

The spread between interest rates on deposits and loans rose to 6.03 percent, the highest in two decades, indicating that banks are making money at the expense of depositors and borrowers.

13h ago