লকডাউনের ঘোষণায় ঢাকার বাস টার্মিনালগুলোতে ভিড়
দেশব্যাপী লকডাউনের ঘোষণায় রাজধানীর বাস টার্মিনালগুলো ও সদরঘাট লঞ্চ টার্মিনালে শুরু হয়েছে মানুষের ভিড়। সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনের ঘোষণার পর আজ বিকেল থেকেই মানুষ রাজধানী ছাড়তে এসব জায়গায় ভিড় করছেন।
হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন জানান, দুপুরের পর থেকে বিপুল সংখ্যক যাত্রী গাবতলীতে জড়ো হয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের ৫০ শতাংশ আসন ফাঁকা রাখতে বলা হয়েছিল। তবে, যাত্রীদের চাপে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।’
মহাখালী বাস টার্মিনালের বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম দ্য ডেইলি স্টারকে জানান, ‘বিকেলে যাত্রীদের সংখ্যা কিছুটা বেড়েছে এবং তাদের বেশিরভাগই আজকের টিকিট কিনেছেন।’
‘আমরা ধারণা করছি আগামীকাল যাত্রীদের চাপ আরও বাড়বে,’ বলেন তিনি। যাত্রীদের অনেকেই মনে করছেন লকডাউনের সময়সীমা পরে আরও বাড়তে পারে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম-পরিচালক (ঢাকা নদী বন্দর) জয়নাল আবেদীন বিকেল পৌনে ৫টায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যদিও এখনও বাড়তি যাত্রী দেখা যায়নি। তবে পরবর্তীতে যাত্রীর চাপ বাড়তে পারে।’
Comments