পুত্র ও পুত্রবধূসহ করোনায় আক্রান্ত মৌসুমী
অভিনেত্রী মৌসুমী তার ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল শনিবার রাতে তাদের করোনা পরীক্ষার ফলাফল এসেছে। ওমর সানী ছাড়া পরিবারের বাকী সদস্যদের করোনা পজিটিভ এসেছে।
মৌসুমী-ওমর সানী দম্পতির ছেলে ফারদীন এহসান স্বাধীন দ্য ডেইলি স্টারকে আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার বাবা (ওমর সানী) ছাড়া পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বর্তমানে আমরা বাসাতেই চিকিৎসা নিচ্ছি।’
গতকাল শনিবার ওমর সানী তার ফেসবুকে লেখেন, ‘আমার স্ত্রী, ছেলে, নতুন বউ মাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে।’
গত ২৬ মার্চ কানাডাপ্রবাসী আয়েশার সঙ্গে এই তারকা দম্পতির ছেলে ফারদীনের বিয়ে হয়।
মৌসুমী ও ওমর সানী গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন।
Comments