স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সচিব লোকমান হোসেন মিয়া

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।
লোকমান হোসেন মিয়া। ফাইল ছবি

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

আজ রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

In 5 years, Bogura MP’s income shoots up 724 times

After being an MP for 5 years, his annual income has shot up to Tk 36 lakh, shows the affidavit he has submitted to the EC

36m ago