লকডাউনে রাজশাহীতে দোকান, বাজার খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
লকডাউনের সময় শহরের ছোট ছোট দোকান ও বাজারগুলো চালু রাখার দাবি জানিয়েছে অন্তত ১১০টি ব্যবসায়ী সংগঠনের জোট, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়, লকডাউনে যে ক্ষয়ক্ষতি হবে তা ক্ষুদ্র ব্যবসায়ীরা কাটিয়ে উঠতে পারবেন না।
আজ রবিবার শহরের আরডিএ মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা স্বাস্থ্য ও সামাজিক দূরত্বের নিয়ম মেনে লকডাউন চলাকালীন শহরের বাজারগুলো খোলা রাখার দাবি জানান।
দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান তার লিখিত বক্তব্যে আসন্ন রমজান মাসের সময়কে ‘সর্বোচ্চ ব্যবসায়িক মৌসুম’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘গত লকডাউন চলাকালীন আমরা কেউই (ছোট ব্যবসায়ীরা) কোনও আর্থিক সহায়তা পাইনি, তবে কিছু বড় শিল্পপতিদের সহায়তা দেওয়া হয়েছিল।’
‘যদি শত শত শ্রমিকসহ বড় শিল্পকারখানা লকডাউনের মধ্যে চলতে পারে তবে কয়েকজন কর্মচারীসহ ছোট ব্যবসা প্রতিষ্ঠান কেন কাজ করতে পারবে না?' বলেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম মেনে তারা ব্যবসা করতে চান এবং ব্যবসার সময় তারা কোন হয়রানির শিকার হতে চান না।
অন্যান্যের মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি রফিকুজ্জামান রেন্টু, যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান।
Comments