সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় মারা গেছেন
প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় মারা গেছেন। আজ রবিবার দুপুর ২টা ৫৫ মিনিটে কলকাতার একটি হাসপাতালে দীপা চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
ইন্ডিয়া টুডে জানায়, গত ৩১ মার্চ দীপা চট্টোপাধ্যায়কে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিডনি বিকল হয়ে তার মৃত্যু হয়।
সৌমিত্র চট্টোপাধ্যায় ও দীপা চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি বিকল হয়ে মারা যান।’
দীপা চট্টোপাধ্যায় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন। তিনি দুর্গা এবং বিলম্বিত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ১৯৬০ সালে তাদের বিয়ে হয়।
এর আগে, গত বছরের ১৫ নভেম্বর ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রায় এক মাস হাসপাতালে ভর্তি থাকার পর বেলভিউ নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন:
তিনি মানুষ হিসেবে ছিলেন অতি উচ্চ মানের: গৌতম ঘোষ
বড় ক্ষতি হয়ে গেল এই নক্ষত্রপতনে: অপর্ণা সেন
তিনি ছিলেন বাংলা ছবির অভিভাবক: ববিতা
ফেলুদা কিংবা অপু, দেবদাস হয়েই বেঁচে থাকবেন সৌমিত্র
Comments