বন্ধের নির্দেশনার প্রতিবাদে নিউমার্কেট এলাকায় দোকান মালিক-কর্মচারীদের বিক্ষোভ
আগামীকাল থেকে দোকান বন্ধ রাখার নির্দেশনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিউমার্কেট ও আশপাশের বিপণিবিতানের দোকান মালিক-কর্মচারীরা।
আজ বিকেল সাড়ে তিনটার দিকে নিউমার্কেটের তিন রাস্তার মোড়ে শত শত দোকান মালিক ও কর্মচারী জড়ো হয়ে বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন।
স্বাস্থবিধি মেনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানান তারা।
সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
নিউ মার্কেটের এক কর্মচারী সোহেল রানা বলেন, ‘আমাদের প্রধান দাবি হলো- কয়েক ঘণ্টার জন্য বাজার খোলা রাখা, কারণ আমাদের পরিবার আমাদের আয়ের ওপর নির্ভর করে। দোকান বন্ধ থাকলে আমরা অনিশ্চয়তার মধ্যে থাকব। আমরা নিরাপত্তার বিষয় বজায় রেখে দোকান চালু রাখতে চাই।’
‘গত বছরের নিষেধাজ্ঞায় আমরা অনেক কষ্ট ভোগ করেছি। তাই, আমাদের দাবি না মানা হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাব,’ বলেন চন্দ্রিমা সুপার মার্কেটের আরেক কর্মচারী।
সহকারী কমিশনার আবুল হাসান (নিউ মার্কেট জোন) দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিক্ষোভকারীরা সাড়ে তিনটা থেকে বিক্ষোভ শুরু করেন। তারা দোকান বন্ধেরে সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।’
নিউমার্কেট থানার একজন ডিউটি অফিসার জানান, ব্যবসায়ীরা বিক্ষোভ শুরুর পরপরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করেছেন।
Comments