মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৪৩৫০ জন নির্বাচিত

MBBS_Doctor
ছবি: সংগৃহীত

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন।

আজ সন্ধ্যায় মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নির্বাচিতদের মধ্যে নারী শিক্ষার্থী ২,৩৪১ জন ও পুরুষ ২,০০৯ জন।

গত শুক্রবার সারাদেশে একযোগে ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এই পরীক্ষা হয়। এতে অংশ নিয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন। কৃতকার্য হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন।

এদের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা মেধা তালিকা অনুযায়ী ১৮টি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কৃতকার্য অন্যান্য শিক্ষার্থীরা মেধা তালিকা অনুযায়ী দেশের অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন আছে ৮ হাজার ৩৪০টি।

ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৭ দশমিক ২৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ফলাফল পাওয়া যাবে স্বাস্থ্য অধিদপ্তরের এই ওয়েবসাইটে- https://result.dghs.gov.bd/mbbs

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago