দ্রাবিড়ের পরামর্শে টি-টোয়েন্টি খেলার দ্বিধা কাটান পূজারা

Cheteshwar Pujara
আইপিএল সামনে রেখে টেস্ট বিশেষজ্ঞ পুজারার ছক্কার অনুশীলন। ছবি: টুইটার

প্রথাগত সনাতন ঘরানার ক্লাসিক ব্যাটসম্যান চেতশ্বর পূরাজা। চোয়ালবদ্ধ দৃঢ়তায় টেস্টে সেশনের পর সেশন টিকে থাকার দক্ষতা তাকে করেছে আলাদা। টেস্ট বিশেষজ্ঞ পরিচিতিতেই গত কয়েকটি আইপিএলে দল পাননি। সাত বছর পর এবার আইপিএল খেলবেন তিনি। তার আগে জানালেন, নতুন এই অভিযানে কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পরামর্শ তার সকল সংশয় দূর করেছে।

এবার আইপিএলের নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে পূজারাকে দলে নেয় মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস।

এতদিন পর দল পাওয়ার পেছনে কারণ তার খেলার ধরণ। সব সময় টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আসা এই ব্যাটসম্যান সীমিত সংস্করণে খেলতে নামলেই সংশয়ে পড়তেন। অতিরিক্ত শট খেলার অভ্যাস না আবার নষ্ট করে দেয় তার আসল খেলা। তবে দ্রাবিড় তাকে বোঝান, সহজাত দক্ষতা কখনই হারিয়ে যাবে না,  ‘শুরুতে যখন টি-টোয়েন্টি খেলা শুরু করি, মনে অনেক দ্বিধা ছিল। ভাবছিলাম, এরপর আমি টেস্ট ক্রিকেট ভাল খেলতে পারব তো? সেই দ্বিধা থেকেই আইপিএল খেলতে গিয়ে অনেক ভুল করতাম। তবে সেই সমস্যাটা মিটে গেছে। এবং সেটা রাহুল দ্রাবিড়ের পরামর্শে। রাহুল ভাই আমাকে বলেন, তুমি যতই বিভিন্ন ধরনের শট খেল তোমার স্বাভাবিক খেলা কখনই নষ্ট হবে না। তার এই কথা সব সময় মনে রাখি।’

লম্বা সময় ধরে ভারতের ক্রিকেটে বিচরণ পূজারার। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর বাইরে লিস্ট-এ ক্রিকেটেও বেশ সফল তিনি। এবার দ্বিধা কাটিয়ে টি-টোয়েন্টিতেও রাজত্ব করতে চান, চেন্নাইর ট্রেনিং ক্যাম্পে এখন পূজারাকে বড় বড় ছক্কা মারতে দেখা যাচ্ছে। তিনিও আশাবাদী আইপিএলে অতিরিক্ত শট খেললেও টেস্টে নেমে ঠিকই আসল খেলাটা খেলতে পারবেন,   ‘২০০৫-০৬ মৌসুমে আমি প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করি। এরপর ১৫ বছর হয়ে গেল। আমার মনে হয় না টি-টোয়েন্টি খেলতে গিয়ে টেস্ট ভুলে যাব।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

42m ago