শোয়েব বলছেন, ‘চেতনাবিরোধী ফেক ফিল্ডিং’, ফখর বলছেন ‘আমারই ভুল’

Fakhar Zaman
ছবি: আইসিসি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেও পাকিস্তানকে জেতাতে না পারার ফখর জামানের রান আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ফখরকে আউট করতে কিপার কুইন্টেন ডি কক চেতনাবিরোধী  ছল-চাতুরির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের। তবে রান আউটের শিকার ফখর বলছেন, দোষটা তার নিজেরই।

রোববার সেঞ্চুরিয়নে ম্যাচ জিততে শেষ ওভারে ৩১ রান দরকার ছিল পাকিস্তানের। একাই পাকিস্তানকে ম্যাচে রাখা ফখর ব্যাট করছিলেন ১৯২ রানে। দলকে জেতানো কঠিন হলেও দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা পেয়ে যাবেন বলেই মনে হচ্ছিল।

লুঙ্গি এনগিদির শেষ ওভারের প্রথম বলটা লং অফের দিকে ঠেলে দুই রানের জন্য ছুটেন ফখর। প্রথম রান অনায়াসে নেওয়ার পর দ্বিতীয় রান নিয়ে ফেরার সময় ডি কক ফিল্ডারকে হাতের ঈশারায় নন স্ট্রাইকিং প্রান্তে বল মারার ঈশারা করেন। ফখরও তাতে পেছন ফিরে তাকিয়েছিলেন, দৌড়ের গতিও তাই কমে যায় কিছুটা। তবে  ফিল্ডার এইডেন মার্কামের ক্ষিপ্র থ্রো ছুটে যায় সরাসরি স্ট্রাকিং প্রান্তের দিকে। ভেঙ্গে যায় স্টাম্প।

ফখর ফেরেন ১৯৩ রানে। এরপর ওই ওভারে আরও ৩ চার মেরে পরাজয়ের ব্যবধান কমান মোহাম্মদ হাসনাইন। দক্ষিণ আফ্রিকার ৩৪২ রানের জবাবে পাকিস্তান হারে ১৭ রানে।

ম্যাচ শেষে এক টুইটার পোস্টে শোয়েব বলেন, ‘কি দুর্দান্ত একটা ইনিংস খেলেছে ফখর। ডাবল সেঞ্চুরি ওর প্রাপ্য ছিল। চেতনার বাইরে গিয়ে দক্ষিণ আফ্রিকা তাকে ফেক ফিল্ডিংয়ের আশ্রয় নিয়ে আউট করেছে।’

হারার পরও ম্যাচ সেরা হওয়া ফখর অবশ্য জানান, ভুলটা তারই,  ‘আমারই ভুল ছিল। আমি অন্য প্রান্তে হারিস রউফকে দেখতেই ব্যস্ত ছিলাম। আমার মনে হচ্ছিল সে ক্রিজ থেকে একটু দেরিতে ছুটেছে, সে বিপদে পড়ছে মনে হয়েছিল। বাকিটা ম্যাচ রেফারির দেখার ভার। আমার মনে হয় না কুইন্টেনের কোন দায় এতে আছে।’

এই পর্যন্ত কথায় নির্দোষ একটি রান আউটই মিলছে। তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার কথায় মিলেছে ভিন্ন আভাস,  ‘কুইনি বেশ চালাকি করেছে। কেউ হয়ত সমালোচনা করতে পারে যে চেতনার সঙ্গে যায় কিনা। তবে উইকেটটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ফখর দলকে লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিল। কুইনি (ডি কক) খুব স্মার্ট ছিল এক্ষেত্রে।’

‘ফেক ফিল্ডিং’ নিয়ে ২০১৭ সালে আইন করেছে আইসিসি। তাতে বলা হয়েছে কোন ফিল্ডার ব্যাটসম্যানকে বিভ্রান্ত করলে সাজা হিসেবে ৫ রান কাটা যাবে ফিল্ডিং দলের। মাঠের দুই আম্পায়ারের অবশ্য এমন কিছু মনে হয়নি। এই সাজা তখন হলেও ডাবল সেঞ্চুরি হয়ত পেতেন ফখর কিন্তু ম্যাচ জেতানো ওই ওভারের আগেই হয়ে পড়েছিল ভীষণ কঠিন।

Comments

The Daily Star  | English
G7 statement on Israel Iran war

Sirens sounded after missiles launched from Iran, says Israeli army

Trump to decide within two weeks on possible military involvement

12h ago