ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ
ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
লকডাউনের প্রথম দিন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন তারা। প্রায় দেড় ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখন।
দুপুর ২টার দিকে পরে কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতাদের আলোচনা শেষে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
সড়ক অবরোধ শেষে লকডাউন প্রত্যাহার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, সারাবছর তেমন ব্যবসা হয় না। ঈদে একটু ভালো বেচাকেনা হয়। এর আগের ঈদেও লকডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার কথা বলেন এবং অবিলম্বে লকডাউন প্রত্যাহার করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।
Comments