সীমিত পরিসরে দোকান খোলা রাখতে চান চট্টগ্রামের ব্যবসায়ীরা
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন প্রত্যাহারের দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছেন তামাকুমন্ডি লেনের কয়েক হাজার ব্যবসায়ী।
আজ সোমবার দেশে চলমান লকডাউনের প্রথম দিনে নগরীর নিউমার্কেট এলাকায় মানববন্ধন করে সীমিত পরিসরে দোকান খোলা রাখার দাবি জানান তারা।
তামাকুমন্ডি লেন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ঘোষিত লকডাউন প্রত্যাহার করতে হবে। গত বছরও লকডাউনের কারণে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এবার সে ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ীরা অপেক্ষায় ছিলেন।’
সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে এ বছর রমজানকে সামনে রেখে এসব দোকানে প্রচুর পরিমাণে পণ্য মজুদ করা হয়েছে। এ মার্কেটের ১০ থেকে ১২ হাজার দোকানে প্রায় ২০-২৫ হাজার কর্মচারী কাজ করেন।’
তিনি বলেন, ‘ব্যবসায়ীয়ের সঙ্গে আলোচনা না করে লকডাউন দেওয়ার ফলে হাজার হাজার মালিক-কর্মচারী বিপদে সম্মুখীন। ব্যবসায়ী ও কর্মচারীদের জীবিকার বিষয়টি মাথায় রেখে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট চালু রাখার দাবি জানাচ্ছি।’
তামাকুমন্ডি লেনের ব্যবসায়ীদের সঙ্গে নগরীর অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরাও মানববন্ধনে অংশ নেন।
Comments