খুলনায় শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে সৎ মা গ্রেপ্তার

খুলনার তেরখাদায় ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে শিশুটির সৎ মা তিথি আক্তার মুক্তাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

খুলনার তেরখাদায় ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে শিশুটির সৎ মা তিথি আক্তার মুক্তাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার আড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তানিশা আক্তার (৫) ওই গ্রামের খাজা শেখের মেয়ে। খাজা শেখ পেশায় একজন পুলিশ কনেস্টবল।

শিশুটির পরিবার ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, তেরখাদা উপজেলার খাজা শেখ সাড়ে সাত বছর আগে মোল্লাহাট উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমা বেগমকে বিয়ে করেন। এক মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে একমাত্র সন্তান ছিল তানিশা আক্তার। মা-বাবার বিচ্ছেদের পর তানিশা আক্তার মায়ের সঙ্গে নানা বাড়িতে ছিলেন। কিছুদিন আগে তানিশা বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

খাজা শেখ কিছুদিন আগে তিথি আক্তার মুক্তাকে বিয়ে করেন। স্ত্রী মুক্তা তার সৎ সন্তানকে মেনে নিতে পারছিলেন না। শিশু তানিশা বাবার বাড়িতে আসলে বিভিন্ন সময়ে তাকে অমানবিক নির্যাতন করতেন।

গতকাল রাতে শিশু তানিশা আক্তার তার দাদির কাছে ঘুমিয়ে ছিল। সেখান থেকে তাকে তুলে নিয়ে যান সৎ মা তিথি আক্তার মুক্তা। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এসময়ে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা শিশু তানিশা আক্তারকে মৃত ঘোষণা করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ইতোমধ্যে শিশু হত্যার অভিযোগে তার সৎ মা তিথি আক্তার মুক্তাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির দাদা আবুল বাশার শেখ বাদী হয়ে তিথি আক্তার মুক্তাকে আসামি করে মামলা করেছেন।’

Comments

The Daily Star  | English

Keep up efforts to build a ‘dignified, unique’ Bangladesh

Yunus urges students; tells them to utilise the unique opportunity to build the nation

27m ago