রাজশাহীর বেশিরভাগ দোকান খোলা

দেশব্যাপী চলমান এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার রাজশাহী শহরের বেশিরভাগ দোকান খোলা রয়েছে।
জেলার ১১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জোট রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘গতকাল সোমবার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে দোকান খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে তা জানানো হবে। তাই আমরা দোকান খোলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিইনি।’
কিন্তু, ব্যবসায়ীদের যারা নিরুপায় হয়ে গেছেন তারাই মূলত দোকান খুলেছেন বলেও জানিয়েছেন তিনি।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু আসলাম ডেইলি স্টারকে বলেন, ‘দোকান খোলা রাখার কথা না। আমাদের ভিজিল্যান্স টিমগুলো তা দেখবেন। পুলিশ পাঠানো হয়েছে। তারা দেখবেন।’
দোকান তেমন খোলা নেই বলেও দাবি করেন তিনি।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরারণ চন্দ্র বর্মণ ডেইলি স্টারকে বলেছেন, ‘আমরা কাউকে (দোকান খুলতে) মানা করছি না। অল্প সংখ্যক দোকান খোলা আছে। দোকানদাররা বলছেন, তারা দোকান পরিষ্কার করার জন্যে খুলেছেন। হিসাব করার জন্যে বসেছেন। তারা অল্প সময় পর দোকান বন্ধ করে দেবেন বলেও জানিয়েছেন।’
সরেজমিনে দেখা গেছে নগরীর বেশিরভাগ দোকানই খোলা আছে। তবে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম।
Comments