সংক্রমণ ঠেকাতে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ভারতের দিল্লিতে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করা হয়েছে। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
ছবি: এনডিটিভি

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ভারতের দিল্লিতে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করা হয়েছে। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ মঙ্গলবার থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই রাত্রিকালীন কারফিউ চলবে।

দিল্লি সরকার এক আদেশে জানায়, ‘কোভিড -১৯ এর হঠাৎ বৃদ্ধি’ এবং ‘উচ্চ শনাক্তের হারে’র কারণে নাইট কারফিউ প্রয়োজন ছিল।

এনডিটিভি জানায়, রাত্রিকালীন কারফিউয়ের সময় ই-পাস সঙ্গে থাকলে ভ্যাকসিন নেওয়া কিংবা অতি জরুরি কাজের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

বেসরকারি চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকদের আইডি কার্ড সঙ্গে থাকলে রাস্তায় চলাচলের অনুমতি পাবেন। অন্তঃসত্ত্বা নারী এবং জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তি এসব নিয়মের বাইরে থাকবেন।

এছাড়াও বিমানবন্দর, ট্রেন ও বাস স্টেশনগুলোতে যাতায়াতকারীরা তাদের টিকিট দেখিয়ে রাস্তায় চলাচলের অনুমতি পাবেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার জানান, দিল্লিতে মহামারির চতুর্থ ঢেউ শুরু হয়েছে। কিন্তু এখনই লকডাউন জারির ব্যাপারে ভাবা হচ্ছে না।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৪৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৫ জন।

ভারতে এক দিনে এক লাখেরও বেশি আক্রান্ত শনাক্ত হওয়ার পর কয়েকটি প্রদেশ করোনা মোকাবিলায় নিজেদের মতো করে বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে।

মহারাষ্ট্র ও রাজস্থানে নাইট কারফিউ চলছে। মহারাষ্ট্রে সাপ্তাহিক ছুটির দিনে লকডাউন এবং প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। রাজস্থানে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন-

ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত লাখের বেশি, মহারাষ্ট্রে ৫৭০৭৪

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

7h ago