হেফাজতের হরতালে নাশকতা: নারায়ণগঞ্জে কাউন্সিলর গ্রেপ্তার

হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় নারায়ণগঞ্জে পুলিশের করা মামলায় সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।
বুধবার রাত ১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে ইকবাল হোসেন (৪২) কে গ্রেপ্তার করা হয়।
ইকবাল সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর।
র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার জসিম উদ্দীন চৌধুরী আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ২৮ মার্চ হেফাজত ইসলামের হরতালের সময় দুষ্কৃতিকারীরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে ও সরকারি কাজে বাধা সৃষ্টি করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব ও পুলিশ বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৬টি মামলা করে। এর মধ্যে একটি মামলায় উল্লেখিত আসামি ইকবালকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেপ্তারকৃতকে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন-
হেফাজতের হরতাল: নারায়ণগঞ্জে পুলিশের মামলায় আসামি বিএনপি ও জামায়াত
নারায়ণগঞ্জে হরতালে সংঘর্ষের ঘটনায় ৬ মামলা, আসামি ২৯২৫
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১
মুসলিম প্রমাণে সাংবাদিককে কালেমা পাঠ করানোর অভিযোগ হেফাজত কর্মীদের বিরুদ্ধে
Comments