নিম্ন আয়ের মানুষের জন্যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? যা বললেন অর্থমন্ত্রী
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে দেশজুড়ে দ্বিতীয় দফা বিধিনিষেধে কাজ হারানো নিম্নআয়ের মানুষের জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে এমন প্রশ্নের জবাবে আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে যখন যে ব্যবস্থা প্রয়োজন সেটা নেওয়া হবে।
‘সেটা আপনাদের নিশ্চিত করতে পারি,’ বলেন অর্থমন্ত্রী।
আজ সরকারি ক্রয় সংক্রান্তে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভারচুয়াল ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তবে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি তিনি বলতে পারেননি।
অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সরকারের আরেকটা উইং কাজ করে তারা বলতে পারবেন।’
গত বছর সরকারের সব প্রণোদনা প্যাকেজ আপনার মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে—এই কথা ওঠার পর অর্থমন্ত্রী বলেন, প্যাকেজগুলো মাননীয় প্রধানমন্ত্রী ফিক্সডআপ করে দিয়েছিলেন, আমরা উনার পক্ষে বাস্তবায়ন করেছি।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের যাতে কল্যাণ হয়, ক্ষতি না হয়, আমাদের মন্ত্রণালয় থেকে সেটাই করা হবে।
আরও পড়ুন:
লকডাউন বা নিষেধাজ্ঞায় ভাবা হয়নি গরিবের কথা
Comments