ধর্মপাশায় ছাত্রলীগ নেতাকে হেনস্থা: ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদককে বহিষ্কার
হেফাজতে ইসলামকে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রলীগ নেতাকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে হেনস্থার ঘটনায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমকে বহিষ্কার করা হয়েছে।
আজ দুপুরে আওয়ামী লীগের ধর্মপাশা উপজেলা কমিটির এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিসের সই করা একটি চিঠিতে বহিষ্কারের সিদ্ধান্ত জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আবুল হাশেম আলমের উপস্থিতিতে তার ছেলে আল মুজাহিদের নেতৃত্বে বেশ কিছু লোক আফজাল খানকে অবরুদ্ধ করে রাখে, লাঞ্ছিত করে। তাই আবুল হাশেমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
হেফাজতকে নিয়ে পোস্ট: পুলিশ উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকে ক্ষমা চাইতে বাধ্য করে হেনস্থা
Comments