৭ দিনে মেট্রোরেলের ৪৮ জন করোনায় আক্রান্ত
মেট্রোরেল প্রকল্পের সঙ্গে জড়িত অন্তত ৪৮ জন গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক অনলাইন সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
তিনি জানান, এখন পর্যন্ত প্রকল্পের মোট ৫১৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এমএএন সিদ্দিক বলেন, করোনা সংক্রমণ বাড়লেও প্রকল্পের কাজ সকাল ও বিকাল, দুটি শিফটে ‘পুরোদমে’ চলছে।
প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১ দশমিক ৪৯ শতাংশ জানিয়ে তিনি আরও বলেন, ‘উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের কাজের ৮৩ দশমিক ৫২ শতাংশ ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজের ৫৭ দশমিক ৬৮ শতাংশ অগ্রগতি হয়েছে।’
চলতি বছর ডিসেম্বরে প্রকল্পটি চালু করার লক্ষ্যের বিষয়ে তিনি বলেন, সবকিছুই এখন নির্ভর করছে দেশের ও বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ওপর।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬ নির্মিত হচ্ছে।
Comments