মেসি না থাকলে আরও অনেক শিরোপা জিতত রিয়াল: রামোস

ছবি: সংগৃহীত

গত এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করে আসছেন লিওনেল মেসি। এ সময়ে জিতেছেন রেকর্ড ছয়টি ব্যালন ডি'অরসহ আরও অনেক ব্যক্তিগত পুরষ্কার। বার্সেলোনার হয়ে দলীয় পুরষ্কারের শোকেসটাও ভরপুর। কিন্তু কি হতো যদি তিনি বার্সেলোনার হয়ে না খেলতেন?

নিশ্চিতভাবেই মেসি না থাকলে অনেকটাই দুর্বল থাকতো বার্সেলোনা। আর সেক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের শিরোপা সংখ্যা আরও বাড়ত। অনেক ম্যাচেই রিয়ালকে একাই ছিটকে দিয়েছেন মেসি। নিজের ডকুমেন্টারি সিরিজ 'দ্য লিজেন্ড অব সের্জিও রামোসে' কোনো রাখঢাক না রেখে বিষয়টি মেনে এমনই বলেছেন রিয়াল অধিনায়ক রামোস, 'আমরা এতোগুলো বছর মেসির বিপক্ষে সংগ্রাম করেছি। যদি বার্সেলোনা তাকে না পেতো তাহলে হয়তো আমরা আরও অনেক বেশি শিরোপা জিততাম।'

তবে শুধু মেসিই নয়, গত এক যুগে বার্সেলোনার ইতিহাসের সেরা দলটির বিপক্ষেই খেলতে হয়েছে রিয়ালকে। সে কথাও নিজের ডকুমেন্টারিতে উল্লেখ করেছেন রামোস, 'এমন একটা সময় গিয়েছে কখন আমরা বার্সেলোনার ইতিহাসের সেরা দলের বিপক্ষে লড়াই করেছি। আমাদের দলে অসাধারণ কিছু কোচ যেমন (জোসে) মরিনহো ছিল, কিন্তু তারপরও তাদের হারানো আমাদের অনেক কঠিন ছিল। মারা ম্যাচ জিততে পারিনি এবং আমাদের মধ্যে অনেক স্নায়ুচাপ ছিল, কারণ হয়তো তাদের জন্য কিংবা আমাদের।' 

আর রামোস যে কোনো অংশেই মিথ্যে বলেননি তা পরিসংখ্যানই বলে দেয়। মেসি বার্সায় আসার আগ পর্যন্ত লা লিগায় একক রাজত্বই ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু মেসি যুগেই বদলে যেতে শুরু করে ক্লাবটির ইতিহাস। রিয়াল মাদ্রিদের সঙ্গে শিরোপা সংখ্যার ব্যবধান কমাতে শুরু করে বার্সেলোনা।

২০০৪ সালে বার্সেলোনা বি দল থেকে প্রথম সিনিয়র দলে খেলার সুযোগ মেলে মেসির। সে বছরই লা লিগা জিতে অভিযান শুরু হয় মেসির। এরপর যেন থামছেনই না। মোট ২৬ বার লা লিগার শিরোপা জিতেছে দলটি। এরমধ্যে মেসির সময়েই জিতেছে ১০ বার। পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার চারটিই এসেছে মেসির হাত ধরে। সবমিলিয়ে ক্লাবটির ১২২ বছরের ইতিহাসে জিতেছে মোট ৯৪টি শিরোপা। সেখানে নিজের ১৭ বছরের ক্যারিয়ারেই ৩৪টি শিরোপা স্বাদ পেয়েছেন মেসি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago