ধরলা নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
কুড়িগ্রামে ধরলা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর একটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে শেখ হাসিনা ধরলা সেতুর দেড়শত গজ উত্তরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাকিব হাসান (১৭) পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার শুকান দিঘী গ্রামের ছাইদুল ইসলাম বুধুর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে আছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিমন ইসলাম জানান, বিকেল ৫টা পর্যন্ত রাকিবের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ অব্যাহত আছে।
শেখ হাসিনা ধরলা সেতু পাড়ের বাসিন্দা জাফর আলী জানান, আজ বৃহস্পতিবার দুপুরে ৫-৬ জন কিশোর একসঙ্গে ধরলা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা উঠে এলেও রাকিব তীরে ফেরেনি। পরে তার বন্ধুরা নদীতে খোঁজাখুঁজি শুরু করলেও রাকিবের সন্ধান পায়নি।
Comments