কাজ কেবল অর্ধেক হয়েছে: এমবাপে

প্রতিশোধ নেওয়ার নেশায় আগের দিন বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষের মাঠেই তাদের হারিয়ে দিয়েছে তারা। ফলে সে কাজটা বেশ ভালোভাবেই করেছেন মাউরিসিও পচেত্তিনোর দল। কিন্তু কাজটা এখনও পূর্ণ হয়নি বলে মনে করেন দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে। দ্বিতীয় লেগেও ইতিবাচক ফলাফল এলেও কাজ শেষ হবে বলে জানান বিশ্বকাপ জয়ী এ তরুণ।
ছবি: সংগৃহীত

প্রতিশোধ নেওয়ার নেশায় আগের দিন বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষের মাঠেই তাদের হারিয়ে দিয়েছে তারা। ফলে সে কাজটা বেশ ভালোভাবেই করেছেন মাউরিসিও পচেত্তিনোর দল। কিন্তু কাজটা এখনও পূর্ণ হয়নি বলে মনে করেন দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে। দ্বিতীয় লেগেও ইতিবাচক ফলাফল এলেও কাজ শেষ হবে বলে জানান বিশ্বকাপ জয়ী এ তরুণ।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আগের দিন বর্তমান চ্যাম্পিয়ন্স বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলের ব্যবধানে হারায় পিএসজি। ম্যাচের প্রথম আধা ঘণ্টায় দুই গোলে এগিয়ে গিয়েছিল তারা। পরে শিরোপাধারীরা ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে দারুণভাবে। কিন্তু রোমাঞ্চকর এই লড়াইয়ে ব্যবধান গড়ে দেন এমবাপে। তার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে প্রতিযোগিতার সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল প্যারিসিয়ানরা।

তবে এখনই তৃপ্তির ঢেঁকুর গিলছেন না এমবাপে। অন্তত সাম্প্রতিক ইতিহাস তাই বলে গত কয়েক মৌসুমে প্রথম লেগে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগের হারে আসর থেকে বিদায় নিতে হয়েছে তাদের। নিজের পারফরম্যান্সে খুশি হলেও তাই কাজ এখনও বাকী রয়েছে বলে জানান এমবাপে, 'সর্বোপরি, এটা দুর্দান্ত এক পারফরম্যান্স, আমি অন্য সবার কাজে আমি লাভবান হয়েছি। এর বাইরে, কাজ কেবল অর্ধেক হয়েছে। এই বিশাল যুদ্ধে আমরা মধ্যবিরতিতে আছি।'

জয় পেলেও আগের দিন ম্যাচের আধিপত্য ছিল বায়ার্নেরই বেশি। ৩১টি শট নিয়ে মাত্র ২টি গোল দিতে পারে স্বাগতিকরা। অন্যতম দারুণ ফিনিশিংয়ে ৬টি শটের ৩টিতেই গোল পায় প্যারিসের দলটি। তাই তাদের পারফম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এতে লজ্জা পাওয়ার কিছু নেই বলে জানান এমবাপে, আমরা সংগ্রাম করেছি, তবে দল হিসাবে সংগ্রাম করেছি, আমাদের পারফরম্যান্স নিয়ে লজ্জিত হওয়া উচিত নয়।'

দ্বিতীয় লেগেও একই মনোভাব নিয়ে খেলার অঙ্গীকার করেন এমবাপে, 'আমরা দৃঢ় ছিলাম এবং আমরা জানি কঠিন মুহূর্তগুলোতে আমাদের কীভাবে মোকাবেলা করতে হবে। দ্বিতীয় লেগেও আমরা একই মনোভাব নিয়ে আক্রমণ করব। বার্সেলোনায় আমি যেটা বলেছি, আমি এই জাতীয় ম্যাচ পছন্দ করি। আমি সবসময় হাসি না, তবে আমি এখানে লুকানোর কিছু নেই। আমি এই ধরণের ম্যাচ খেলতে এবং সিদ্ধান্ত নিতে পছন্দ করি।'

তবে এর আগে ঘরোয়া পর্যায়ে ভালো কিছু করতে চান এ ফরাসি তরুণ, 'দ্বিতীয় লেগ? শুরু করতে আমাদের এই সপ্তাহ শেষে স্টারসবার্গের বিপক্ষে ভাল খেলতে হবে এবং তারপরে আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে আক্রমণ করতে হবে, যদিও আমরা অসাধারণ একটি দলের বিপক্ষে লড়তে যাচ্ছি। এটা চ্যাম্পিয়ন্স লিগ, এখানে শুধুই দুর্দান্ত দলগুলো রয়েছে।'

Comments

The Daily Star  | English

Labour bill put on the shelf

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a labour law amendment back to parliament for reconsideration, expressing concern over the proposed punishment of workers for wrongdoings.

6h ago