দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশের মেয়েরা

বোলারদের নৈপুণ্যে লক্ষ্যটা রাখা গেল হাতের নাগালেই। বাকী কাজ সারলেন ব্যাটাররা। তাতে তৃতীয় ওয়ানডে ম্যাচেও জয় তুলে নিয়েছেন বাংলাদেশ ইমার্জিং নারী দল। ফলে দুই ম্যাচ বাকী থাকতেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।
ফাইল ছবি: সংগৃহীত

বোলারদের নৈপুণ্যে লক্ষ্যটা রাখা গেল হাতের নাগালেই। বাকী কাজ সারলেন ব্যাটাররা। তাতে তৃতীয় ওয়ানডে ম্যাচেও জয় তুলে নিয়েছেন বাংলাদেশ ইমার্জিং নারী দল। ফলে দুই ম্যাচ বাকী থাকতেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। আগে ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায় সফরকারী দলটি। জবাবে ১৩২ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় সালমা-রোমানারা।

টস হেরে প্রথম ব্যাট করতে নেমে রিতু মনি ও নাহিদা আক্তারের তোপে পড়ে প্রোটিয়ারা। শেষ দিকে লেজ ছাঁটাই করেন সিরিজে প্রথমবারের সুযোগ পাওয়া রাবেয়া খান। ফলে গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। ৯২ রানেই গুটিয়ে যায় দলটি।

দলের হয়ে মাত্র চারজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। সর্বোচ্চ ৩০ রান আসে আন্নেকে বোস। ২ চারে ৪৯ বলে এ রান করেন তিনি। অ্যান্ড্রি স্টেইন ১৯ ও মিশেলা অ্যান্ড্রুস ১৮ রান করেন।

বাংলাদেশের পক্ষে ১৫ রানের খরচায় ৩টি উইকেট নেন রাবেয়া। ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন নাহিদাও। রিতু মনিও ৩টি উইকেট শিকার করেন ১৬ রানের বিনিময়ে।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ৫ রানে শারমিন সুলতানাকে হারায় তারা। স্কোরবোর্ডে ২৮ রান যোগ করে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিগার সুলতানাও। তবে তৃতীয় উইকেটে ফারজানা হকের সঙ্গে মুরশিদা খাতুনের ৪২ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ২৮ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন মুর্শিদা। জয় থেকে ৬ রান দূরে থাকতে ফেরার আগে ৭১ বলে ৭টি চারে এ রান করেন তিনি। ফারজানার ব্যাট থেকে আসে ১৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ৩৩.৩ ওভারে ৯২ (স্টেইন ১৯, ডের্কসেন ২, সাঙ্গাস ১১, ফে ০, বোস ৩০, সিনালো ১, জোন্স ০, অ্যান্ড্রুস ১৮, ফিগুয়েইরেডো ০, বানেটি ১, উইন্সটার ৫*; সালমা ০/১৬, রিতু ৩/১৬, নাহিদা ৩/২৫, লতা ০/৭, রাবেয়া ৩/১৫, সানজিদা ০/১১)

বাংলাদেশ ইমার্জিং নারী দল: (লক্ষ্য ৯৩) ২৮ ওভারে ৯৩/৪ (মুর্শিদা ৪৬, শারমিন ৩, নিগার ১৩, ফারজানা ১৬, রুমানা ২*, লতা ৬*; অ্যান্ড্রুস ১/২৩, ফিগুয়েইরেডো ০/১২, উইন্সটার ১/১৭, বানেটি ০/১১, সাঙ্গাস ১/২৩, জোন্স ১/৫)

ফল: বাংলাদেশ ইমার্জিং নারী দল ৬ উইকেটে জয়ী

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে বাংলাদেশ ইমার্জিং নারী দল

ম্যান অব দা ম্যাচ: রাবেয়া খান।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

2h ago