‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলামের (২৬) নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত খান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সচেতন নাগরিক পরিচয় দিয়ে সৈয়দ আদনান নামে এক তরুণ রফিকুল ইসলামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা করেন।
এজাহারের বরাত দিয়ে ওসি জানান, রফিকুল ইসলামের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য এবং এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মানহানি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া, বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা হয়েছে।
এর আগে, গতকাল ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্য দেওয়ার অভিযোগে নেত্রকোণা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আরও পড়ুন:
‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্যের অভিযোগে ‘শিশুবক্তা’ রফিকুল আটক: র্যাব
Comments